Leaderboard
02

Swapon
2300


রামানন্দ অধিকারী
2400
03

Sadiya
2300
নিয়মাবলি
-
প্রথমে, আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে একটি প্রোফাইল তৈরি করুন
-
প্রোফাইল থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রতিটি ম্যাচের দলগুলো নিয়ে কুইজ খেলুন
-
প্রতিটি কুইজের উত্তরের ভিত্তিতে তৈরি হবে আপনার Score
-
প্রতিদিন যত বেশি স্কোর পাবেন, তত বেশি এগিয়ে যাবেন লিডারবোর্ডে
-
প্রতিদিনের সবগুলো ম্যাচ কুইজের গড় সর্বোচ্চ স্কোর এর ভিত্তিতে প্রতিদিন ৩ জন কে বিজয়ী হিসেবে ঘোষনা করা হবে
-
তবে চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ পর্যন্ত লিডারবোর্ডে থাকা প্রোফাইল গুলো পাবেন গ্র্যান্ড প্রাইজ!
-
তাই প্রতিদিন ভিজিট করুন ক্যাম্পেইন পেজ টি এবং প্রতিদিন এগিয়ে থাকুন লিডারবোর্ডে!
প্রতিদিনের সবগুলো ম্যাচ কুইজে অংশগ্রহণ করার পর যে প্রতিযোগীর গড় স্কোর সবচেয়ে বেশি থাকবে, তাকেই সে দিনের বিজয়ী হিসেবে নির্বাচিত করা হবে। তবে একজন প্রতিযোগী শুধুমাত্র একবারই “প্রতিদিনের বিজয়ী” হতে পারবেন। একই প্রোফাইল পুনরায় বিজয়ী হলেও, তখন ২য় স্থান, ৩য় স্থান অথবা পর্যায়ক্রমে থাকা নতুন একটি প্রোফাইলকে বিজয়ী হিসেবে নির্বাচন করা হবে।
কুইজের প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের ভিত্তিতে তৈরি হবে আপনার স্কোর।
আপনার মোট স্কোর এবং কুইজ খেলতে আপনার কত সময় লেগেছে তার ভিত্তিতে তৈরি হবে লিডারবোর্ডটি।
ক্যাম্পেইনটি সকলের অংশগ্রহণের জন্য উন্মুক্ত।
ক্যাম্পেইনটি ১৯ শে ফেব্রুয়ারী থেকে শুরু হয়ে চলবে পুরো টুর্নামেন্ট জুড়ে।
প্রতিটি ম্যাচ কুইজের বিজয়ীদের জন্য থাকবে TIME ZONE স্পেশাল গিফট ভাউচার। এবং পুরো টুর্নামেন্ট শেষে লিডারবোর্ডে থাকা অংশগ্রহণকারীদের জন্য থাকবে গ্র্যান্ড প্রাইজ ঘড়ি।
Aggregated Score এর ভিত্তিতে চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ পর্যন্ত লিডারবোর্ড অবস্থানকারী ৫ টি প্রোফাইলকে গ্র্যান্ড উইনার হিসেবে নির্বাচিত করা হবে। এছাড়াও প্রতিটি ‘ম্যাচ কুইজের’ ভিত্তিতে প্রতিদিন ৩ জন কে বিজয়ী হিসেবে ঘোষনা করা হবে
একজন শুধুমাত্র একটি প্রোফাইল তৈরি করতে পারবেন তবে প্রতিদিনই কুইজে অংশগ্রহণ করতে পারবেন।